সূরা আল আলা বাংলা উচ্চারণ সহ অনুবাদ (Surah Al-Ala)

Habiba Jannat
0

  

সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা।

প্রিয় পাঠকবৃন্দ বাংলা ইমেজ এর পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়  ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলাতো দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি।

সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা|সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা|সাব্বিহিসমা রাব্বিকাল আলা 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى 87.1

আরবি উচ্চারণ

৮৭.১) সাব্বিহিস্মা রব্বিকাল্ আ’লা।

বাংলা অনুবাদ

৮৭.১) তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,


الَّذِي خَلَقَ فَسَوَّى 87.2

আরবি উচ্চারণ

৮৭.২) আল্লাযী খলাক্ব ফাসাওয়্যা-।

বাংলা অনুবাদ

৮৭.২) যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।


وَالَّذِي قَدَّرَ فَهَدَى 87.3

আরবি উচ্চারণ

৮৭.৩) অল্লাযী ক্বদ্দার ফাহাদা-।

বাংলা অনুবাদ

৮৭.৩) আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।


وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى 87.4

আরবি উচ্চারণ

৮৭.৪) অল্লাযী য় আখ্রজ্বাল্ র্মা‘আ-।

বাংলা অনুবাদ

৮৭.৪) আর যিনি তণৃ -লতা বের করেন।


فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى 87.5

আরবি উচ্চারণ

৮৭.৫) ফাজ্বা‘আলাহূ গুছা-য়ান্ আহ্ওয়া-।

বাংলা অনুবাদ 

৮৭.৫) তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।


سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى 87.6

আরবি উচ্চারণ

৮৭.৬) সানুকরিয়ুকা ফালা-তান্সা য়

বাংলা অনুবাদ

৮৭.৬) আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।


إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى 87.7

আরবি উচ্চারণ

৮৭.৭) ইল্লা-মা-শা-য়াল্লা-হ্; ইন্নাহূ ইয়া’লামুল্ জ্বাহ্র অমা- ইয়াখ্ফা-।

বাংলা অনুবাদ

৮৭.৭) আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।


وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى 87.8

আরবি উচ্চারণ

৮৭.৮) অনুইয়াস্সিরুকা লিল্ইয়ুস্র-।

বাংলা অনুবাদ

৮৭.৮) আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।


فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى 87.9

আরবি উচ্চারণ

৮৭.৯) ফাযার্ক্কি ইন্ নাফা‘আতিয্ যিক্র-।

বাংলা অনুবাদ

৮৭.৯) অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।


سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى 87.10

আরবি উচ্চারণ

৮৭.১০) সাইয়ায্যাক্কারু মাইঁ ইয়াখ্শা-

বাংলা অনুবাদ

৮৭.১০) সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।


وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى 87.11

আরবি উচ্চারণ

৮৭.১১) অইয়াতাজ্বান্নাবুহাল্ আশ্ক্বা

বাংলা অনুবাদ

৮৭.১১) আর হতভাগাই তা এড়িয়ে যায়।


الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى 87.12

আরবি উচ্চারণ

৮৭.১২) ল্লাযী ইয়াছ্লা ন্না-রল্ কুব্র-।

বাংলা অনুবাদ

৮৭.১২) যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।


ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا 87.13

আরবি উচ্চারণ

৮৭.১৩) ছুম্মা লা-ইয়ামূতু ফীহা-অলা-ইয়াহ্ইয়া-।

বাংলা অনুবাদ

৮৭.১৩) তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।


قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى 87.14

আরবি উচ্চারণ

৮৭.১৪) ক্বদ্ আফ্লাহা মান্ তাযাক্কা-।

বাংলা অনুবাদ

৮৭.১৪) অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,


وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى 87.15

আরবি উচ্চারণ

৮৭.১৫) অযাকারস্মা রব্বিহী ফাছোয়াল্লা-।

বাংলা অনুবাদ

৮৭.১৫) আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।


بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا 87.16

আরবি উচ্চারণ

৮৭. ১৬) বাল্ তুছিরূনাল্ হা-ইয়া-তাদ্দুন্ইয়া-।

বাংলা অনুবাদ

৮৭.১৬) বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।


وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى 87.17

আরবি উচ্চারণ

৮৭.১৭) অল্ আ-খিরতু খাইরুঁও ওয়া আব্ক্ব- ।

বাংলা অনুবাদ

৮৭.১৭) অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।


إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى 87.18

আরবি উচ্চারণ

৮৭.১৮) ইন্না হা-যা-লাফিছ্ ছুহুফিল্ ঊলা-।

বাংলা অনুবাদ

৮৭.১৮) নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।


صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى 87.19

আরবি উচ্চারণ

৮৭.১৯) ছুহুফি ইব্রা-হীমা অমূসা-।

বাংলা অনুবাদ

৮৭.১৯) ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

সূরা আল আলা|সাব্বি হিসমা রব্বিকাল আলা|সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা 

আরবি উচ্চারন বাংলায় অনেক সময় ভুল থাকে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যখন বাংলায় উচ্চারন শিখবেন তখন অবশ্যই আরবির সাথে মিলিয়ে নিবেন। আর যদি কেউ আরবি দেখে পড়তে না পারেন তাহলে অবশ্যই তেলাওয়াত শোনে বাংলার সাথে মিলিয়ে নিবেন।





Tag: সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা।

Post a Comment

0Comments

Post a Comment (0)