Collect Right Now সূরা আল আলা বাংলা অর্থ সহ | Surah Al-Ala with Bengali meaning

Habiba Jannat
0

  

সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা।

প্রিয় পাঠকবৃন্দ bangla ইমেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা kori সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ amra আপনাদের মাঝে নিয়ে আসলাম সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা। আশা করি সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে porben।

সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা|সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা|সাব্বিহিসমা রাব্বিকাল আলা 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির rahim

porom করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى 87.1

arbi উচ্চারণ

৮৭.১) সাব্বিহিস্মা রব্বিকাল্ আ’লা।

bangla অনুবাদ

৮৭.১) তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ koro,


الَّذِي خَلَقَ فَسَوَّى 87.2

arbi উচ্চারণ

৮৭.২) আল্লাযী খলাক্ব ফাসাওয়্যা-।

bangla অনুবাদ

৮৭.২) যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম koren।


وَالَّذِي قَدَّرَ فَهَدَى 87.3

arbi উচ্চারণ

৮৭.৩) অল্লাযী ক্বদ্দার ফাহাদা-।

bangla অনুবাদ

৮৭.৩) আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ den।


وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى 87.4

arbi উচ্চারণ

৮৭.৪) অল্লাযী য় আখ্রজ্বাল্ র্মা‘আ-।

bangla অনুবাদ

৮৭.৪) আর যিনি তণৃ -লতা বের koren।


فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى 87.5

arbi উচ্চারণ

৮৭.৫) ফাজ্বা‘আলাহূ গুছা-য়ান্ আহ্ওয়া-।

bangla অনুবাদ 

৮৭.৫) তারপর তা কালো খড়-কুটায় পরিণত koren।


سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى 87.6

arbi উচ্চারণ

৮৭.৬) সানুকরিয়ুকা ফালা-তান্সা য়

bangla অনুবাদ

৮৭.৬) আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে na।


إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى 87.7

arbi উচ্চারণ

৮৭.৭) ইল্লা-মা-শা-য়াল্লা-হ্; ইন্নাহূ ইয়া’লামুল্ জ্বাহ্র অমা- ইয়াখ্ফা-।

bangla অনুবাদ

৮৭.৭) আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় tinie জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।


وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى 87.8

arbi উচ্চারণ

৮৭.৮) অনুইয়াস্সিরুকা লিল্ইয়ুস্র-।

bangla অনুবাদ

৮৭.৮) আর ami তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।


فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى 87.9

arbi উচ্চারণ

৮৭.৯) ফাযার্ক্কি ইন্ নাফা‘আতিয্ যিক্র-।

bangla অনুবাদ

৮৭.৯) অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।


سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى 87.10

arbi উচ্চারণ

৮৭.১০) সাইয়ায্যাক্কারু মাইঁ ইয়াখ্শা-

bangla অনুবাদ

৮৭.১০) সে-ই উপদেশ গ্রহণ করে, jaa ভয় করে ।


وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى 87.11

arbi উচ্চারণ

৮৭.১১) অইয়াতাজ্বান্নাবুহাল্ আশ্ক্বা

bangla অনুবাদ

৮৭.১১) আর হতভাগাই তা এড়িয়ে যায়।


الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى 87.12

arbi উচ্চারণ

৮৭.১২) ল্লাযী ইয়াছ্লা ন্না-রল্ কুব্র-।

bangla অনুবাদ

৮৭.১২)jaa ভয়াবহ আগুনে প্রবেশ করবে।


ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا 87.13

arbi উচ্চারণ

৮৭.১৩) ছুম্মা লা-ইয়ামূতু ফীহা-অলা-ইয়াহ্ইয়া-।

bangla অনুবাদ

৮৭.১৩) তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।


قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى 87.14

arbi উচ্চারণ

৮৭.১৪) ক্বদ্ আফ্লাহা মান্ তাযাক্কা-।

bangla অনুবাদ

৮৭.১৪) অবশ্যই সাফল্য লাভ করবে jaa আত্মশুদ্ধি করবে,


وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى 87.15

arbi উচ্চারণ

৮৭.১৫) অযাকারস্মা রব্বিহী ফাছোয়াল্লা-।

bangla অনুবাদ

৮৭.১৫) আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় korve।


بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا 87.16

arbi উচ্চারণ

৮৭. ১৬) বাল্ তুছিরূনাল্ হা-ইয়া-তাদ্দুন্ইয়া-।

bangla অনুবাদ

৮৭.১৬) বরং tumra দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।


وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى 87.17

arbi উচ্চারণ

৮৭.১৭) অল্ আ-খিরতু খাইরুঁও ওয়া আব্ক্ব- ।

bangla অনুবাদ

৮৭.১৭) অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।


إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى 87.18

arbi উচ্চারণ

৮৭.১৮) ইন্না হা-যা-লাফিছ্ ছুহুফিল্ ঊলা-।

bangla অনুবাদ

৮৭.১৮) নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।


صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى 87.19

arbi উচ্চারণ

৮৭.১৯) ছুহুফি ইব্রা-হীমা অমূসা-।

bangla অনুবাদ

৮৭.১৯) ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

সূরা আল আলা|সাব্বি হিসমা রব্বিকাল আলা|সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা 

আরবি উচ্চারন বাংলায় অনেক সময় bul থাকে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যখন বাংলায় উচ্চারন শিখবেন তখন অবশ্যই আরবির সাথে মিলিয়ে নিবেন। আর judi কেউ আরবি দেখে পড়তে না পারেন তাহলে অবশ্যই তেলাওয়াত শোনে বাংলার সাথে মিলিয়ে niben। ধন্যবাদ সবাইকে।

সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা।

 সূরা আল আলা


Tag: সাব্বি হিসমা রব্বিকাল আলা সূরা, সাব্বি হিসমা রাব্বিকাল আলা সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা, সুরা সাব্বি হিসমা রব্বিকাল আলা, সূরা আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা।

Post a Comment

0Comments

Post a Comment (0)