চাঁদ নিয়ে স্ট্যাটাস, চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি,আমাদের এই সাইটে বাংলা ইমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যে যে চাঁদ নিয়ে স্ট্যাটাস, চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি পেতে চান তাদের জন্য বাংলা ইমেজ নিয়ে আসলো সকল ধরনের তথ্য সুবিধা এক্ষেত্রে আপনারা যে যা চাচ্ছেন তা এখান থেকে পেয়ে যাবেন |
চাঁদ নিয়ে স্ট্যাটাস
চাঁদ নিয়ে স্ট্যাটাস চাঁদ নিয়ে স্ট্যাটাস চাঁদ নিয়ে স্ট্যাটাস বাংলা ইমেজের পেজে পেয়ে যাবেন এখান থেকে নানা ধরনের চাঁদ সম্পর্কে তথ্য এ পেইজে দেওয়া আছে যা সহজে নিয়ে নিতে পারেন |
ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!
এস তৃষার দেশে এস কলহাস্যে-
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!
শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!
মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!
==========
চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস
চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে নানা ধরনের চাঁদনী স্ট্যাটাস দেওয়া থাকে সেখান থেকে আপনারা অনেকেই নিয়ে নেন কেননা অনেক তথ্য অনেক খানের না পেলেও বাংলা ইমেজ আপনারা এই পেইজে সহজে চাঁদ সম্পর্কে স্ট্যাটাস ফেসবুকের বানিয়ে নিতে পারেন আপনাদের জন্য তা আশা করছি সহজ হবে |
আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে,
বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত
রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,
একাকী আসিতে হ’লো সাহসিকা অপ্সরার মতো।
বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,
বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর
জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার
দেখিলাম জলস্থল, - শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।
তবু এনু বাহিরিয়া,- বিশ্বাসের বৃন্তে বেপমান, –
চম্পা আমি, -খর তাপে আমি কভু ঝরিবো না মরি,
উগ্র মদ্য-সম রৌদ্র - যার তেজে বিশ্ব মুহ্যমান, –
বিধাতার আশির্বাদে আমি তা সহজে পান করি।
ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’
মূর্ছে দেহ, মোহে মন,- মুহুর্মুহু করি অনুভব!
সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি’
দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ
চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি
চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি সবখানেই পাওয়া যায় কেননা চাঁদ নিয়ে সবাই গবেষণা করে থাকে আকাশের উপরে যে তার ছাপ থাকে তা দেখতে কার না ভালো লাগে চাঁদের আলো সকল জায়গা আলোকিত পূরণ করে দেয় নিয়ে আছে নানান কল্পনা জল্পনা শেষ করা যাবে না কিন্তু চাঁদ সম্পর্কে নানান ধরনের তথ্য পেতে এই পেজে আমাদের সাথেই থাকুন যে সমস্যাটা সমাধান এখান থেকে পেয়ে যাবেন |
ঝড় রুষিয়ে
ধায় ঢুসিয়ে
ফোঁস ফুঁসিয়ে
খুব হুঁশিয়ার।
ডাল মটকায়
এক ঝটকায়
ফুল চটকায়
সব দুনিয়ার।
পাখ-পাখালির
ঝাঁক আছড়ায়,
খালি আঁচড়ায়
গাছ-গাছড়ায়,
বট, পাকাটির
প্রায়, ধাক্কায়
ভেঙে খামখাই
ঢালি-পাক খাই।
জোর হ্যাঁচকায়
হাল মচকায়
ভুরু কোঁচকায়
মাঝি হায়, হায়,
মন কাতরায়,
মেঘ সাঁতরায়
আলকাতরায়
দশ দিক ছায়।
বন বরা নয়,
নয় নর মোষ--
তবু ভারি রোষ
ভারি আক্রোশ।
খেত ধামসায়
করে ধানসায়
আঁব ধ্বংসায়
হায় আপশোষ!
বুক ধসিয়ে
দেয় বসিয়ে
হাড় খসিয়ে
সব পাঁজরার,
চোখ পাকলায়
ভরে গাঁজলায়
ঝরে ওর গায়
মোতি কাজলার!
Tag: চাঁদ নিয়ে স্ট্যাটাস, চাঁদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চাঁদ নিয়ে বিখ্যাত উক্তি