Get 500+ বন্ধু নিয়ে উক্তি | প্রকৃতি নিয়ে উক্তি | প্রকৃতি নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন

Sadia islam
0

বন্ধু নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস

বন্ধু নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস,আমাদের এই সাইটে বাংলা ইমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যে যে বন্ধু নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস পেতে চান তাদের জন্য বাংলা ইমেজ নিয়ে আসলো সকল ধরনের তথ্য সুবিধা এক্ষেত্রে আপনারা যে যা চাচ্ছেন তা এখান থেকে পেয়ে যাবেন |

বন্ধু নিয়ে উক্তি

বন্ধু নিয়ে উক্তি বন্ধু নিয়ে উক্তি এইযে পেইজে বন্ধু নিয়ে নানা ধরণের উক্তির এখানে আলোচনা করা হলো আপনাদের যে যা তারা এখান থেকে নিয়ে নিতে পারেন |

১|আমার ভাবনা বলে I miss you , আমার মন বলে I feel you,

আমার চোখ বলে I see you, আমার হৃদয় বলে I like you, 

আমার এসএমএস বলে How Are You FRIEND.

২।আরও একবার না হয়, 

বন্ধু হবো তোর হাতটি ধরে,

আরও একবার বাসবো ভাল তোর মত করে, 

আরও একবার না হয় চিলি হলি,আমার চিলের কোটায়, 

আর হারাস না বন্ধু প্লিজ, খুঁজব তোরে কোথায়?

৩।সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত,

 চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত, 

কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!

৪।রাত সুন্দর চাঁদ উঠলে, 

দিন সুন্দর সূর্য উঠলে,

 বাগান সুন্দর ফুল ফুটলে,

 আর জীবন সুন্দর তোমার মত ভাল একটা বন্ধু থাকলে।

৫।দুঃখ তুমি প্রমিস করো, 

আমায় ছুবে না,

সুখ তুমি প্রমিস কর, 

আমায় ছাড়বে না,

চোখ তুমি প্রমিস কর, 

আমায় কাদাবে না,

আর বন্ধু তুমি প্রমিস কর,

 আমায় ভুলবে না..!!

৬।ভালবাসি বাংলা ,

ভালবাসি দেশ,

ভাল থেকো তুমি আমি আছি বেশ,

 ভালবাসি কবিতা , 

ভালবাসি সুর,

কাছে থেকো বন্ধু যেও নাক দূর ।

৭।সকাল হলে এসো তুমি ,

 শিশির কণা হয়ে ..

সন্ধ্যা হলে এসো তুমি ,

 রক্ত জবা হয়ে .. 

রাত হলে জ্বলো তুমি ,

জোনাকি হয়ে .. 

সারা জীবন থেকো তুমি , 

আমার বন্ধু হয়ে ।

৮।বন্ধু তুমি আমার আশার আলো, 

দুই নয়নে তুমি ছাড়া আমি.... 

যেন দেখি সব আধার কালো..,

বন্ধু তুমি আমার ফুলের সৌরভ, 

তোমার জন্য আমার ভালবাসা... ।

প্রকৃতি নিয়ে উক্তি

প্রকৃতি নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে উক্তি বাংলা ইমেজে আরকম প্রাকৃতি নিয়ে উক্তি রয়েছে আর যেটা আপনাদের প্রয়োজন তা এখান থেকে সার্চ করতে পারেন পেয়ে যাবেন |

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে--

             ৯।আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।

                  এই পুরাতন হৃদয় আমার আজি

                  পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি

                         নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে

                         আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।   

 

              রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে

              নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।

       এসেছে এসেছে এই কথা বলে প্রাণ,

       এসেছে এসেছে উঠিতেছে এই গান,

              নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে।

              আবার আষাঢ় এসেছে আকাশ ছেয়ে ।

১০।তোমাকে নিয়েছি আমি

তুমিও আমাকে

অন্তহীন মধ্যরাতে নয়

নয় চন্দ্রের উদ্যানে কোনো

আমরা নিয়েছি আমাদের এক

অপরাহ্ণে ঈষৎ আলোয় ।

তোমার নোনতা স্বাদ আমার জিহ্বায়

আমার তৃষ্ণা কাঁপে তোমার অধরে 

আমরা দুজন এমন অচেনা

স্মৃতিভ্রষ্ট মানুষের মতো

আমাকে চেনো না তুমি

আমিও তোমাকে ।

প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস

প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস নানা ধরনের ক্যাপশন স্ট্যাটাস রয়েছে যার ফলে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে তা বলে বুঝানো যাবে না আপনার এখান থেকে খুজে নিতে পারেন সব সময়ই সুন্দর প্রকৃতি |

গহন বনের মাঝে,

বুড়ো বটগাছ শিকড়ে- বাকলে জড়ায়েছে নানা সাজে।

জীর্ণ শীর্ণ বুকের পাঁজর গিয়াছে হইয়া ফাঁক,

তাহার মধ্যে বাসা বাঁধিয়াছে কোকিল শালিক কাক।

সাপের খোলস ঝুলে আছে কোথা, কোথাও শুকনো ডাল,

মহাযোগী বট ধ্যানে নিমগ্ন কত যুগ কত কাল।

সেদিন প্রভাতে বেড়াতে বেড়াতে হেরিলাম তার তলে,

বানরের দল ঘুমায়ে রয়েছে ধরিয়া এওর গলে।

কোন বা জননী, সন্তান মুখে চুমু দিয়ে দিয়ে আর,

সাধ মেটেনাক, নানাভাবে তারে আদরিছে বারবার!

কোন বা জননী ঘুমায়ে নিঝুম, সন্তানগুলি উঠে,

স্বেচ্ছায় দুধ করিতেছে পান মার স্তন হতে লুটে।

কোন বা দুষ্ট সন্তান তার চোখে ঘুমন্ত মার,

আঙ্গুল মাতা হয়ত এখনো স্বপ্ন জড়িত চোখে,

ছেলেদের তরে কোন সুখ-নীড় আঁকিছে বা আশা-লোকে।

কোন কোন মাতা ছোট ছেলেটিরে জাগায়ে দিতেছে মাই,

আছাড়ি পিছাড়ি কাঁদে হিংসায় পাশে তার বড় ভাই।

মাঘের প্রভাত, কনকনে হাওয়া বহিতেছে শীত করি,

শুয়ে আছে ওরা আদরে সোহাগে কাছাকাছি জড়াজড়ি

স্নেহ মমতার এমন দৃশ্য নির্জনে আঁকি আর

শত ফুল আঁখি মেলিয়া ইহারে দেখিতেছে বারবার।

প্রভাতের রবি আসিতে আসিতে থেমে যায় পথ ধারে;

কুয়াশা চাদরে রশ্মিরে ঢাকি রাখে যতখন পারে।

বন তার শাখা-বাহু বাড়াইয়া দিনেরে আড়াল করে,

যিশুর জননী এখানে আসিয়া দাঁড়াক গাছের তলে,

বৃন্দাবনের যশোদা আসুক গোপাল লইয়া কোলে;

ফাতেমা জননী আসুক বুকেতে হাসান হোসেন টানি;

দেখে যাক এই নির্জন বনে মমতার ছবিখানি।

ধীরে ধীরে ধীরে কুয়াশা আঁধার মুছিল রবির গায়,

বিহগ কুসুম সহস্রসুরে ফুটিল বনের ছায়।

গাছের পাতায় ফাঁকা পথ দিয়ে রবির আলোর ঢেলা;

ঘুমন্ত এই স্নেহপুরী মাঝে জুড়িল নিঠুর খেলা।

ধীরে ধীরে তারা জাগিয়া উঠিল, ছেলেরে স্কন্ধে করি,

আহারের খোঁজে চলিল জননী শাখাপথগুলি ধরি।

চলে দম্পতি ডাল হতে ডালে হতে ধরি পাকা ফল,

এ ওরে খাওয়ায় গান করে আর নেচে ফেরে চঞ্চল।

বৃদ্ধ এ বট, শূণ্য বুকেতে কত কি যে কথা ভরে,

উতলা বাতাসে কারে কি কহিছে বুঝি ফিস ফিস করে।

Tag: বন্ধু নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে ক্যাপশন স্ট্যাটাস

Post a Comment

0Comments

Post a Comment (0)