সূরা ফাতিহা তেলাওয়াত | সূরা ফাতিহা ব্যাখ্যা | সূরা ফাতিহা আরবি বাংলা উচ্চারণ | ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল | Sura Fatiha mp3 download | ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে

Content Writer
0

সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।

সূরা ফাতিহা তেলাওয়াত,সূরা ফাতিহা ব্যাখ্যা,সূরা ফাতিহা আরবি বাংলা উচ্চারণ,ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা mp3 download,ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে এই বিষয় গুলো জানার জন্য আপনারা যারা অনলাইনে খুজাখুজি করতেছেন তাদের সবাইকে সালাম এবং পবিত্র রমজানের শুভেচ্ছা্ আমাদের Bangla Imageআশার জন্য। আশা করি সবাই ভালো আছেন।আমাদের এই পোষ্ট পড়লে আপনি জানতে পারবেন সূরা ফাতিহা তেলাওয়াত,সূরা ফাতিহা ব্যাখ্যা,সূরা ফাতিহা আরবি বাংলা উচ্চারণ,ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা mp3 download,ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবেসঠিক ও সঠিক তথ্য নিচে বিস্তারিত দেওয়া হল।

সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে (আরম্ভ করছি)।আয়াতের তাফসীর‘বিসমিল্লাহ’র পূর্বে ‘আক্বরাউ’ ‘আবদাউ’ অথবা ‘আতলু’ ফে’ল (ক্রিয়া) উহ্য আছে। অর্থাৎ, আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাঅত আরম্ভ করছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে ‘বিসমিল্লাহ’ পড়ার প্রতি তাকীদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে, খাওয়া, যবেহ করা, ওযু করা এবং সহবাস করার পূর্বে ‘বিসমিল্লাহ’ পড়। অবশ্য ক্বুরআনে করীম তেলাঅত করার সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়ার পূর্বে ‘আউযু বিল্লাহি মিনাশ্শায়ত্বানির রাজীম’ পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, ‘‘অতএব যখন তুমি ক্বুরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর।

সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।

সূরা ফাতিহা উচ্চারণ সহ বাংলা তাফসীর 

সূরা ফাতিহা উচ্চারণ সহ বাংলা তাফসীর আলহামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন,সমস্ত প্রশংসা[1] সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য।[2]আয়াতের তাফসীর[1] الحَمد এর মধ্যে যে ال রয়েছে, তা استغراق (সমূদয়) অথবা اختصاص (নির্দিষ্টীকরণ)এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তাঁর জন্য নির্দিষ্ট; কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারো মধ্যে যদি কোন গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে, তবে তাও মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট। অতএব প্রশংসার অধিকারী তিনিই। ‘আল্লাহ’ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক সতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারো জন্য করা বৈধ নয়। ‘আলহামদু লিল্লাহ’ কৃতজ্ঞতা-জ্ঞাপক বাক্য। এর বহু ফযীলতের কথা হাদীসসমূহে এসেছে। একটি হাদীসে ‘লা-ইলাহা ইল্লাল্লা-হ’কে উত্তম জিকির বলা হয়েছে এবং ‘আলহামদু লিল্লাহ’কে উত্তম দুআ বলা হয়েছে। (তিরমিযী, নাসায়ী ইত্যাদি) সহীহ মুসলিম এবং নাসায়ীর বর্ণনায় এসেছে, ‘আলহামদু লিল্লাহ’ দাঁড়িপাল্লা ভর্তি করে দেয়। এ জন্যই অন্য এক বর্ণনায় এসেছে যে, আল্লাহ এটা পছন্দ করেন যে, প্রত্যেক পানাহারের পর বান্দা তাঁর প্রশংসা করুক। (সহীহ মুসলিম)

সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।

আয়াতের তাফসীর

আয়াতের তাফসীর اهدِنَا (হিদায়াত) শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়। যেমন, পথের দিক নির্দেশ করা, পথে পরিচালনা করা এবং গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। আরবীতে এটাকে ‘ইরশাদ’, ‘তাওফীক্ব’, ‘ইলহাম’ এবং ‘দালালাহ’ ইত্যাদি শব্দে আখ্যায়িত করা হয়। অর্থ হল, আমাদেরকে সঠিক পথের দিকে দিক নির্দেশ কর, এ পথে চলার তাওফীক্ব দাও এবং এর উপর প্রতিষ্ঠিত রাখ, যাতে আমরা (আমাদের অভীষ্ট) তোমার সন্তুষ্টি লাভ করতে পারি। পক্ষান্তরে সরল-সঠিক পথ কেবল জ্ঞান-বুদ্ধি দ্বারা অর্জিত হয় না। এই সরল-সঠিক পথ হল সেই ‘ইসলাম’ যা নবী করীম (সাঃ) বিশ্ববাসীর সামনে পেশ করেছেন এবং যা বর্তমানে ক্বুরআন ও সহীহ হাদীসের মধ্যে সুরক্ষিত।

সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।

 ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল

 ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল আল্লাহ তা’য়ালা মু’মিনদেরকে বলেন, [وَتَعَاوَنُوا عَلَى البِرِّ وَالتَّقْوَى] অর্থাৎ, তোমরা নেকী এবং আল্লাহভীতির কাজে একে অন্যের সাহায্য কর। (সূরা মাইদাহ ২ আয়াত) বুঝা গেল যে, এ রকম সাহায্য (চাওয়া ও করা) নিষেধও নয় এবং শির্কও নয়। বরং তা বাঞ্ছনীয় ও প্রশংনীয় কাজ। পারিভাষিক শির্কের সাথে এর কি সম্পর্ক? শির্ক তো এই যে, এমন মানুষের কাছে সাহায্য কামনা করা যে বাহ্যিক হেতুর ভিত্তিতে কোন সাহায্য করতে পারবে না। যেমন, কোন মৃত ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকাডাকি করা, তাকে বিপদ থেকে মুক্তিদাতা এবং প্রয়োজন পূরণকারী মনে করা, তাকে ভাল-মন্দের মালিক ভাবা এবং বিশ্বাস করা যে, সে দূর এবং নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার ক্ষমতা রাখে। এর নাম হল, অলৌকিক পন্থায় সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা। আর এরই নাম হল সেই শির্ক, যা দুর্ভাগ্যক্রমে অলী-আওলিয়াদের মহববতের নামে মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। أعاذنا الله منه

Tags: সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা ব্যাখ্যা, ফাতিহা সূরা, সূরা ফাতিহা উচ্চারণ, সূরা আল ফাতিহা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল, সূরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা mp3 download, সূরা ফাতিহা ভিডিও, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা সূরা, সূরা ফাতিহা অডিও, সূরা ফাতিহা ডাউনলোড।


Post a Comment

0Comments

Post a Comment (0)